বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রংপুর এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষ্যে সংবাদ সম্মেলন 

রংপুর ব্যুরো 

রংপুর এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষ্যে সংবাদ সম্মেলন 

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান এই স্লোগানকে সামনে রেখে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষ্যে রোববার (১০ ডিসেম্বর) রংপুর সিভিল সার্জনের আয়োজনে সংবাদ সম্মেলন করা হয়েছে। এবার রংপুর জেলায় ৪ লাখ ৮৯ হাজার ৫৮৫ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে জানিয়েছেন রংপুর ডিপুটি সিভিল সার্জন ডা. মো. রুহুল আমিন।

রোববার (১০ ডিসেম্বর) রংপুর সিভিল সার্জনের আয়োজনে পুরাতন সদর হাসপাতাল হলরুমে আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, রংপুর ডিপুটি সিভিল সার্জন ডা. রুহুল আমিন।

সিভিল সার্জনের তথ্য মতে জেলার আওতাধীন ১টি সিটি কর্পোরেশন,  তিনটি পৌরসাভাসহ ৮ উপজেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৫৭ হাজার ৭৭০ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রংঙের (১ লাখ আই.ইউ) এর মধ্যে প্রতিবন্ধী শিশু রয়েছে ১৬৩ জন। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩০ হাজার ১০০ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রংঙের (২ লাখ আই.ইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল। এর মধ্যে প্রতিবন্ধী শিশু রয়েছে ১ হাজার  ৫৫২ জন। 

১ হাজার ৮৩২টি কেন্দ্রে ৩ হাজার ৬৬৪জন স্বেচ্ছাসেবক ও এক হাজার ৩০৭ জন স্বাস্থ্যকর্মী এবং ৩০৩ জন সুপার ভাইজার এই কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন। জেলায় মোট ৪ লাখ ৮৯ হাজার ৫৮৫ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক অরবিন্দু কুমার মোদক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শামিমা সুলতানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।

টিএইচ